পোস্টগুলি

ছবি
বাংলাদেশের ‘রক্ষণাত্মক’ কৌশলকে প্রশ্নবিদ্ধ করলেন জায়েদ রানা আব্বাস, ইন্দোর থেকে ১৫ নভেম্বর ২০১৯, ১৭:০৫ আপডেট:  ১৫ নভেম্বর ২০১৯, ১৭:১৩     ২৮ ইমরুলের ক্যাচ ছাড়ার হতাশা থাকবে আবু জায়েদের। তবু ভারতের প্রথম ইনিংসে জায়েদই সেরা বোলার। ছবি: এএফপি ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন আবু জায়েদ। বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সে কিছুটা উজ্জ্বল মুখ এই তরুণ পেসার সকালে বিরাট কোহলিকে শূন্য রানে আউট করার পরই আবু জায়েদের আদ্যোপান্ত জানতে আগ্রহী হয়ে উঠলেন ভারতীয় সাংবাদিকেরা। কোথায় বেড়ে উঠেছেন, তাঁর ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কী, কীভাবে টেস্ট দলে এল, ওঁর কোচ কে ইত্যাদি। ইন্দোর টেস্টের আরেকটি হতাশার দিনে বাংলাদেশ দলের উজ্জ্বল মুখ এই ২৬ বছর বয়সী পেসার। শুধুই ইন্দোর টেস্ট নয়, গত বছর জুনে টেস্ট অভিষেকের পর থেকে আবু জায়েদ দলের একমাত্র পেসার, উইকেটশিকারে যিনি কিছুটা সফল। গত দেড় বছরে ৬ টেস্টে উইকেট পেয়েছেন ১৫টি। এ সময়ে বাকি পেসারদের সম্মিলিত উইকেট ৭টি। কাল রোহিত শর্মাকে ৬ রানে ফিরিয়েছেন। আজ কোহলিকে রানই করতে দেননি। ৫৩ রান করা চেতেশ্বর পূজারাকেও আউট করেছেন। সেঞ্চুরির দিকে এগ
ছবি
যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে তাদের খোঁজা হচ্ছে: কাদের ওবায়দুল কাদের। ফাইল ছবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে। ওবায়দুল কাদের আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রী কাদের বলেন, বিএনপি নেতারা আইনের শাসনে বিশ্বাসী নন। বিএনপি নেতারা বলেছেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে জেল থেকে বের করে আনবেন। তারা বারবার বলছেন, আইনি লড়াইয়ে খালেদার মুক্তি হবে না। আমরা তাদের দুর্বার আন্দোলন দেখার অপেক্ষায় আছি। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, যারা সাংসদ হতে পারেননি তারা যেন নেতা হওয়ার সুযোগ পায়। তিনি বলেন, সংসদ সদস্যরা জেলা পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন। কারণ কেন্দ্রের সঙ্গে তাদের সমন্বয় করতে হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশ
ছবি
As-Salaamu Alaikum, how are you all, I am the owner of Parvez, this blogger, I am now hoping to spread the information on this page that will always be useful to you. So everyone will pray for me so that I can always be with you. Md ParvejOwner Of Blogger  https://www.facebook.com/profile.php?id=100039217244048
ছবি
আস-সালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমি পারভেজ,  এই ব্লগারের মালিক,   আমি এখন খেকে এই পে্েজে সব সময় আপনাদের কাজ আসবে এমন তথ্য গুলো প্রচার করার আশা রাখছি।  তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো সব সময় আপসাদের পাশে থাকতে পারি। মো: পারভেজ https://www.facebook.com/profile.php?id=100039217244048